
সারা দেশ জুড়ে চলছে বাজার ব্যবস্থাপনা মনিটরিং, তারই ধারাবাহিকতায় উপজেলার বিভি্ন বাজারে নিত্য পণ্যের ন্যায্য মূল্য যাচাই-বাছাই ও মান নিয়ন্ত্রণ ও ভোক্তা আইন নিশ্চিতকরনে মনিটরিং করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আজ দক্ষিণ ফটিকছড়ির অন্যতম পুরাতন বাজার কালুমন্সির হাটে এক মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা ফটিকছড়ি।

বাজার মনিটরিং ব্যবস্থাপনার অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
তিনি এই সময়ে বাজারের বিভিন্ন স্থান মনিটরিং করেন। বিভিন্ন ভোক্তা আইন লঙ্ঘন করায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ” চারজনকে ৬০০০ টাকা জরিমানা করা হয়। এই সময় তিনি বলেন, এই অভিযান ক্রমান্বয়ে ফটিকছড়ির বিভিন্ন বাজারে ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।
