Voice Chattogram

Voice Chattogram

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বসতবাড়ি ও ৫৬ ভাড়াবাসা ভস্মীভূত

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ির ও কলোনিতে ৫৬টি টিনশেড কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনের সূত্রপাত হয় সুলতানের বসতবাড়ির পশ্চিম পাশের একটি খালি কক্ষ থেকে। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং ইকবাল হোসেন ও মুখলেছুর রহমানের বাড়িতেও আগুন ধরে যায়। স্থানীয়রা দ্রুত কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে, পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট এসে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, “আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। কোনাবাড়ি স্টেশন থেকে আরও দুটি ইউনিট এসে সহযোগিতা করলে আমরা প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন