Voice Chattogram

Voice Chattogram

ফটিকছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রবাসী যুবকের মৃত্যু

ফটিকছড়ি ১৭ নং জাফত নগর ৯ নং ওয়ার্ডস্থ জামশেদ চৌধুরী বাড়ি নিবাসী হাজী আলমগীরের দ্বিতীয় সন্তান প্রবাসী হাজী মোঃ সুমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেন।

আজ বেলা ১২ বা ১ টার দিকে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, বৈদ্যুতিক পানির মোটর দিয়ে পাশবর্তী পুকুরে পানি সেচ করার সময় এই দূর্ঘটনা টি ঘটে। এই ঘটনায় মুহুর্তের মধ্যে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সুমন একজন প্রবাসী এবং খুব ভদ্র ও নম্র ছেলে ছিল।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন