
পার্বত্য খাগড়াছড়ি দীঘিনালায় সম্প্রতিক ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা পাল্টা হামলা ও জেলা জুড়ে বিচ্ছিন্ন অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে।
রোববার (২৩ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা লারমা স্বায়ার বাজার পরিচালনা কমিটি, ব্যবসায়ী, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি বৃন্দ, গণমাধ্যম কর্মীদের সমন্বয় উপজেলা পরিষদ কমপ্লেক্সে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমান নিধারন ও ক্ষতিগ্রস্থদের নামে তালিকা প্রনয়নের জন্য আলোচনা সভা করা হয়। এতে প্রাথমিক ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ৬ কোটি টাকা ধারন করে খসড়া তালিকা প্রনয়ন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ বলেন, উপজেলা প্রশাসন, লারমা স্কায়ার বাজার পরিচালনা কমিটি সদস্য, ব্যবসায়বীবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সমন্বয় একটি খসড়া তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসককের কার্যালয়ে প্রেরন করা হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিক ভাবে প্রায় ৬ কোটি টাকা। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।
লারমা স্বায়ার বাজার পরিচালনা কমিটির সভাপতি নিপু চাকমা বলেন, লারমা স্কায়ার বাজারের অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আমরা উপজেলা প্রশাসনের সমন্বয়ে একটি প্রাথমিক ক্ষয়ক্ষতি পরিমান অনুমানিক ভাবে নিধারন করে তালিকা প্রনয়ন করেছি। এতে ক্ষয়ক্ষতির পরিমান ৬ কোটি টাকার উপরের হবে।
এসময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, বাজার চৌধুরী জেসমিন চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুস সালাম, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, লারমা স্কায়ার বাজার পরিচালনা কমিটির সভাপতি নিপু চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সাধারন সম্পাদক মো: আল আমিন প্রমূখ।
