
‘কবিতা সমাজ বদলের হাতিয়ার হতে পারে।’
‘আড্ডায় পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটে।’
‘কবির শক্তি অপরিসীম।’ ‘অধিক পঠন-পাঠন জরুরি।’ ‘সবার পক্ষে কবি হওয়া সম্ভব নয়। যে কবি, সে-ই কবি।’ ‘অহেতুক কবিতার পঙক্তি বাড়ালে পাঠক অনেক সময় বিরক্ত হতে পারেন।’ ‘প্রকৃত কবি দমে যান না।’
ম্যাজিক লণ্ঠন সাপ্তাহিক কবিতার আড্ডা ৮৮০ তে অংশগ্রহণকারী কবিগণ উপরিউক্ত কথাগুলো বলেন।
২০ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সের ম্যাজিক লণ্ঠন কার্যালয়ে অনুষ্ঠিত আড্ডায়
আড্ডার মুখ্যকবি হিসেবে উপস্থিত ছিলেন কবি মোজাফফর আহমদ।
ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি ফরিদুজ্জামান এর সভাপতিত্বে আড্ডায় উপস্থিত থেকে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কবি রতন মাহমুদ, ফরিদুজ্জামান, এজাজ ইউসুফী, ইউসুফ রেজা, শরীফ খান দীপ, রেহমান সিদ্দিক, মোজাফফর আহমদ, কাব্য রাসেল, জোবায়েদ সুমন, শেলী সেলিনা, জাহাঙ্গীর হোসাইন, ইসরাত হোসেন বাবলু, সুকমল চন্দ্র বর্মন, আফসানা আক্তার, অমিত তরফদার, মিয়া বাবরুল পথকবি, সুফিয়ান সজল, জসিম উদ্দিন সবুজ, রমজান মাহমুদ প্রমুখ।
আড্ডার নান্পদনিক রিচালনা করেন ম্যাজিক লণ্ঠন সম্পাদক রমজান মাহমুদ।
