
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, বিশিষ্ট কথাসাহিত্যিক, নাট্যকার , কলামিস্ট, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি মরহুম মোশারেফ হোসেন শাজাহান কে আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্মরণ করেছে ভোলা প্রেসক্লাব ।
১৯ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাব হলরুমে, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক এম আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন- ভোলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব ইউনুস শরিফ, সদস্য মোঃ মাকসুদুর রহমান, মনির সাজওয়াল, জসিম রানা, মোশাররফ লাভু, বিল্লাল হোসেন প্রমুখ । আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন- কবি রহমান মাকসুদ ও ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি কবি রিপন শান ।

মানবদরদী রাজনীতিবিদ ও কথাসাহিত্যিক মোশারেফ হোসেন শাজাহান কে স্মরণ করতে গিয়ে বক্তারা বলেন- বহুমাত্রিক মানবসেবক মোশারফ হোসেন শাজাহান তাঁর ব্যতিক্রমী মানবিক গুণাবলীর কারণে ভোলা জেলার ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে মিশে আছেন । তার মতো সদালাপী নিষ্ঠাবান পরমতসহিষ্ণু রাজনীতিবিদ ভোলার মাটিতে আর আসবে বলে মনে হয়না । শিল্প সাহিত্য সমাজকর্ম যেখানে তিনি হাত দিয়েছেন, সোনা ফলেছে। তিনিই প্রথম ভোলাকে নিরক্ষরমুক্ত করেছেন্ । তিনি প্রথম ভোলাকে কুঁড়েঘরমূক্ত করেছেন। আজ এই মনীষীর ৮৫ তম জন্মদিনে আমরা তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়।