Voice Chattogram

Voice Chattogram

রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদকে বদলিতে বিদায় সংবর্ধনা

পার্বত্য রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) বদলিজনিত কারণে বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা পুলিশের নিউ পুলিশ লাইন্সস্থ কনফারেন্স রুমে জেলার সকল পুলিশের পক্ষ থেকে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।
সংবর্ধনার সমাপনি বক্তব্যে রাঙ্গামাটি বিদায়ী পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) বলেন, আমি পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে সবসময় চেয়েছি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমার দায়িত্ব পালন করতে। দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি সকলেই পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন। সকলের কর্মজীবন সুন্দর এবং নিরাপদ হোক এই প্রত্যাশায় করি। এসময় পুলিশ সুপার রাঙ্গামাটি সর্বস্তরের মানুষের দেয়া আর্শিবাদ কানা করেন।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, পুলিশ সুপার মহোদয় একজন সৎ, দক্ষ, মেধাবী ও সাহসী অফিসার ছিলেন। তিনি অত্যন্ত সুনামের সাথে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। তিনি অত্র জেলায় দায়িত্ব পালন করাকালীন সময়ে পুলিশিং কাযক্রমের পাশাপাশি দূর্যোগ মোকাবেলাসহ সার্বিক বিষয়ে রাঙ্গামাটিবাসীর সেবায় যেভাবে নিজেকে স্বতস্ফূর্তভাবে উজাড় করে দিয়েছেন তা সত্যিই অতুলনীয়। বক্তারা গুনী এই পুলিশ কর্মকর্তার এহেন মানবিক কর্মকান্ডের ফলে তিনি রাঙ্গামাটি জেলা পুলিশ এবং রাঙ্গামাটিবাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তাদের বক্তব্যে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে উঠে। মঞ্চে বক্তব্য দিতে আসা পুলিশ সদস্যরা অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপারকে বিভিন্ন পেশাদারিত্ব এবং মানবিক গুনাবলীর কথা তুলে ধরেন।
এসয় পুলিশ সুপার পেশাদারিত্ব এবং মানবিক গুনাবলীর কথা তুলে ধরতে গিয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। মুহুর্তেই সেখানে একটি হৃদয় বিদায়ক পরিবেশের সৃষ্টি হয়। সকলের বক্তব্যে পুলিশ সুপার বদলিজনিত বিদায়ে রাঙ্গামাটি জেলা পুলিশের প্রত্যেকটি সদস্যের হৃদয়ে নিরবে রক্তক্ষরণ হওয়ার বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার (বিলাইছড়ি সার্কেল) মোঃ আবুল কাশেম চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ যারিন তাসনিম, ডিআইও-১ এস এম মোসাদ্দেকুল মওলা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী, আরআই শাহ আলম, এসআই (সশস্ত্র) নুরুল হক, এএসআই (নিরস্ত্র) জাকির হোসেন, কনস্টেবল সামছু উদ্দীন, মাওলানা মুফতি আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠান শেষে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার বারপ্রাপ্ত কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন