Voice Chattogram

Voice Chattogram

বৃক্ষ নিধন নয়,বৃক্ষ রোপণ করি”এই স্লোগান নিয়ে ধর্মপুরে নবপ্রত্যয়ের বৃক্ষ রোপণ কর্মসূচি

ফটিকছড়ি ঢাকা ব্যাংক পিএলসির, আজাদী বাজার শাখা কর্তৃক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসাবে “বৃক্ষরোপন কর্মসূচি” ২০২৪ আয়োজন করা হয়। এই বারে বৃক্ষ বন্টনে ঢাকা ব্যাংক বেঁচে নেন ধর্মপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন ধর্মপুর “নবপ্রত্যয়” কে। বৃক্ষ রোপণ কর্মসূচি উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় পূর্ব ধর্মপুর কমিটি বাজারস্থ নব প্রত্যয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষের প্রয়োজনীয়তা তুলে ধরেন। নবপ্রত্যয়ের সভাপতি হাসান উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান আরিফ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি আজাদী বাজার শাখার ব্যবস্থাপক ( ইনচার্জ) মোহাম্মদ নুর উদ্দীন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবপ্রত্যয়ের সিনিয়র সদস্য, সাংবাদিক ও সমাজ সেবক মাসুদুল ইসলাম মাসুদ, স্থানীয় চিকিৎসক দিদারুল আলম ,প্রবাসী জনাব মোহাং ইব্রাহীম, ঢাকা ব্যাংকের কর্মকর্তা হুমায়ুন কবির ও কমিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক আহমেদ, ইদ্রিস, আব্দুল হাদী, ছোলতানিয়া আজিজুল উলুম মাদ্রাসা মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মোহম্মদ জাকারিয়া। অনুষ্ঠান সার্বিক সহযোগিতা ছিলেন সংগঠন এর যুগ্ন সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোরশেদ,ফরহাদ, জামশেদ, ওসমান,, সাঈদ,জোনায়েদ সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। এতে প্রধান অতিথি ব্যাংক ব্যবস্থাপক বলেন, আমরা এর আগে নবপ্রত্যয়ের বেশ কিছু মানবিক ও সামাজিক কার্যক্রম দেখেছি। করোনা হতে শুরু করে সম্প্রতি ভয়াবহ বন্যা পর্যন্ত এই সংগঠন নিরলস ভাবে কার্যক্রম চালিয়ে গেছে। তাই আজ আমরা তাদের কাছে এই ক্ষুদ্র পরিবেশ বাদী উপহার কিছু বৃক্ষ নিয়ে এসেছি। যা আমাদের অক্সিজেন দে আর আমাদের বাঁচিয়ে রাখে। আগামীতে আমরা যেকোনো সামাজিক ও মানবিক কাজে নবপ্রত্যয় পরিবারের সাথে থাকব। সাংবাদিক মাসুদুল ইসলাম বলেন, হাসপাতালের আই সি ইউ বিছানায় শুলে বুঝা যায় অক্সিজেন এর মূল্য কত। এক ঘন্টা অক্সিজেনের জন্য কত হাজার টাকা বিল আসে অথচ আমরা আল্লাহর দেওয়া প্রদত্ত নেয়ামত বৃক্ষ হতে হাজার হাজার টাকার অক্সিজেন শ্বাস নিচ্ছি। তাই বৃক্ষ নিধন নয়, বৃক্ষ রোপণ করতে হবে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন