Voice Chattogram

Voice Chattogram

জঙ্গলের পাশ থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুরে এক অজ্ঞাত যুবতী (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল খালেকের বাড়ির পিছনের কবরস্থানের পাশের জঙ্গল থেকে এই অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে গৌরীপুর থানার পুলিশ।
আব্দুল খালেক জানান, তিনি রবিবার সকাল সাড়ে ১১টার সময় শিবপুর বাজার থেকে ভ‚ষির বস্তা নিয়ে বাড়ি ফেরার পথে জঙ্গলের পাশে কিছু কাপড়-চোপড় দেখতে পান। তখন তিনি কাছে গিয়ে দেখেন একটি লাশ পড়ে আছে। পরে গৌরীপুর থানা পুলিশকে খবর দিলে গৌরীপুর থানার ওসি মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ও লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওই এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম জানান, নিহত মহিলা এই এলাকার কেউ না, অজ্ঞাত।
গৌরীপুর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। লাশ সনাক্তের চেষ্টা চলছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন