Voice Chattogram

Voice Chattogram

সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত

সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক আজকালের নাসির আল মামুনকে সভাপতি ও দি ফিনান্সিয়াল এক্সপ্রেস এর শিয়াবুর রহমানকে সাধারণ সম্পাদক করে হয়েছে।

জাতীয় প্রেসক্লাবে শনিবার বিকেলে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি- আসিফ হাসান নবী (আজকের প্রভাত) ও শরিফুল ইসলাম (জনকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক- শাহেদ মতিউর রহমান (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ- রেজা মাহমুদ (নিউ নেশন) এবং নির্বাহী সদস্য- রফিকুল ইসলাম আজাদ (ডেইলী ইন্ডাষ্ট্রী) এম এ নোমান (এনটিভি) রাশেদ আহমেদ (নিউ এইজ) ও মো. মোস্তফা খান (ইত্তেফাক)।

সভায় আলোচনান্তে সার্কের ভবিষ্যতের উপর একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এতদঞ্চলের সাংবাদিকদের মধ্যে নিবিড় যোগাযোগের উপর গুরুত্ব আরোপ করা হয়।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন