Voice Chattogram

Voice Chattogram

বন্ধুকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শনিবার (১৪সেপ্টেম্বর)সকালে উপজেলার থুমনিয়া শালবনের পাশের একটি ধানক্ষেত থেকে রাসেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় রাসেলের বন্ধু শাহেদ হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। আটক শাহেদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শালবনে তারা দুজন নেশা করতে যান। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বন্ধু শাহেদ রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেলে শাহেদ দায় স্বীকার করে আত্মসমর্পণ করে। রাতেই শাহেদকে সঙ্গে নিয়ে মরদেহের সন্ধানে শালবনে যায় পুলিশ। অনেক খোাঁজাখুজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে পুলিশ। শনিবার সকালে এক কৃষক শালবনের পাশে ধানক্ষেত পরিচর্যার জন্য গেলে মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে ধানক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, সকালে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক শাহেদকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক শাহেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন