Voice Chattogram

Voice Chattogram

জঙ্গলে গাছের ডালে ঝুলছে আগুনে পুড়া লা’শ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকায় গভীর জঙ্গলের একটি গাছের ডালে ঝুলছিল আগুনে পুড়া এক যুবকের ঝুলন্ত লাশের সন্ধান পাওয়া গেছে। বিকেলে এলাকায় লোকজন ওই বনের ভেতরের পথ দিয়ে হেটে যাওয়ার সময় গাছের ডালে ঝুলে থাকা লাশটি দেখতে পান। পরে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত পরিচয় পাওয়া যায় তার নাম

জাহাঙ্গীর আলম (৩৫) উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জেঞ্জিচালা এলাকার ইউসুফ হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত গভীর হলে বাড়িতে ফিরে না আসলে তার পরিবার লোকজন অনেক খোঁজাখুঁজি করে। এক পযার্য় না পেয়ে বৃহস্পতিবার নিহতের ছোট ভাই আলমগীর বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে। স্থানীয়রা আজ (শুক্রবার) বিকেলে উপজেলার গলাচিপা ওই বনের ভেতরের পথ দিয়ে হেটে যাওয়ার সময় গজারী গাছের ডালে লুঙ্গি দিয়ে মুখ বাধা পুড়া লাশ উলঙ্গ অবস্থায় ঝুলে থাকতে দেখে পুলিশ খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর থানা ওসি রিয়াদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন