Voice Chattogram

Voice Chattogram

একজন সফল ব্যবসায়ী কালিয়াকৈরের উজ্জ্বল নক্ষত্র জননেতা মজিবুর রহমান

মজিবুর রহমান সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারের যার জন্ম, বাবা একজন সফল ব্যবসায়ী ছিলেন। তৎকালীন সময়ে একজন সরবরাহকারী, বালুর গদিঘর ব্যবসায়ী, হার্ট ইজারাদার ব্যবসায়ী ছিলেন তৎকালীন ( শহীদ খন্দকার মোশাররফ হোসেন হাট সফিপুর বাজার) যিনি ইজারা নিয়ে ব্যাবসা করতেন ছিলেন একজন সমাজসেবক।

বাবার মৃত্যুর পর ব্যবসায়ী হাল ধরেন মজিবুর রহমান নিজের ব্যবসায় উপার্জিত অর্থ দিয়ে নিজের পড়াশোনা ব্যয় বহন করেন।

বাবার মৃত্যুর পর উত্তরাধিকারী সূত্রে 80 বিঘা জমির মালিক হন মজিবুর রহমান।

ছাত্র রাজনীতির এক উজ্জ্বল উদাহরণ মুজিবুর রহমান যখন ছাত্র রাজনীতি হতে ছাত্ররা বিমুখ হতে চেয়েছিল সেই সময় রাজনীতির গুণগতমান পরিবর্তন করে সকলকে ঐক্যবদ্ধ করে ছাত্র রাজনীতি শুরু করেন এবং ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করার পর বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্বে এখন জাতীয় নেতৃত্বে,
দায়িত্ব পালন করছেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সদস্য হিসেবে।

অভিভাবকহীন পৌরসভায় যখন নাগরিকরা অবহেলিত
তৎকালীন সরকার তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দান করেন।

পৌরসভাকে কাঠামোগত রূপ দিতে তৎকালীন শূন্য থেকে পৌরসভা পরিচালনা করে আজকে একটি সুন্দর প্রথম শ্রেণীর পৌরসভায় দাঁড় করান।
সৃষ্টিশীলতার এক উজ্জ্বল উদাহরণ।

২০১১ সাল পৌরসভার প্রথম নির্বাচনে ৮০ শতাংশ ভোটের নির্বাচনে জয়লাভ করে প্রতিদন্ধী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
দেশের ইতিহাসে সর্বাধিক ভোটে বিজয়ী হিসাবে নাম লেখালেন।

পরবর্তীতে নির্বাচনে একজন ভোটারের কাছে না যেও প্রতিকূল পরিস্থিতিতে বিপুল ভোটে জয়লাভ করেন।
জনপ্রিয়তা ও জনগন ছিল তার মূল হাতিয়ার।

শুধু রাজনীতিতে সফলতা অর্জন করিনি একজন ব্যবসায়ী হিসাবে তার সুনাম রয়েছেন।
কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি বৈধ সম্পদ অর্জন করেছেন।

রাজনীতির ইতিহাসে নতুন এক অধ্যায়, নতুন এক চমক, জনগণ দৌড়াতে হতো নেতার কাছে কিন্তু তিনি এটার উপর বিশ্বাস করতে পারেনি উনি দৌড়ে গেছে জনগণের কাছে জনগণের সাথে এক গভীর সম্পর্ক হয়েছে নেতার।
জনগণ ও নেতা এজন্য এক অবিচ্ছেদ অংশ।

পৌরসভার দায়িত্ব পালন করার সময় বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে নিজে থেকে প্রতিষ্ঠা করেছেন এ অঞ্চলকে সুন্দর নান্দনিক বসবাসযোগ্য অঞ্চল হিসাবে রূপদান করেছেন।

গাজীপুর ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাননীয় মন্ত্রী আলহাজ এডভোকেট আ ক ম মোজাম্মেল হক সাহেবের সাথে তার অফিসিয়াল সম্পর্ক ছিলো কাজের সম্পর্ক ছিলো।
প্রশাসনিক সম্পর্ক ছিলো।

কঠোর পরিশ্রম ও হালাল পথে উপার্জিত সকল সম্পদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল বিভাগ অবগত আছেন।

নিন্দুকেরা পিছন থেকে জনপ্রিয়তা দেখে হিংসা এবং ঈর্ষা করবে। কিন্তু আপনাকে দমিয়ে রাখতে পারবে না।

আপনাকে রুখবে সাধ্য আছে কার।
আপনি তো সাধারণ জনতার।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন