Voice Chattogram

Voice Chattogram

কথা রাখলেন মিরাজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া সেই রিকশাচালকের পরিবারের হাতে গতকাল (১১ সেপ্টেম্বর) অর্থ তুলে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ!

এ বিষয়ে তিনি বলেন, ‘সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিলো। ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কন্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে।

সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম। কথা দিয়েছিলাম পাকিস্তান সিরিজের ‘ম্যান অব দ্যা সিরিজ’ এর পুরষ্কারের অর্থ তুলে দেব তাদের হাতে।

অবশেষে পূরণ হলো সে লক্ষ্য। গতকাল এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি তাদের হাতে। জানি, হারানো জীবনের তুলনায় এই অর্থ কিছুই নয়। আমার এই সামান্য অর্থে তাদের জীবনকে কিছুটা সহজ করাটাই আমার সার্থকতা।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন