Voice Chattogram

Voice Chattogram

বারহাট্টা উপজেলা আ.লীগের সভাপতি র‍্যাবের হাতে আটক

র‍্যাবের অভিযানে ৪ আগষ্ট হামলা, ভাংচুর, লুটপাট, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ মামলার আসামিনেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকন আটক।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুর থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

আটক হওয়া খায়রুল কবির খোকন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

র‍্যাব-১৪, কিশোরগঞ্জ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে মামলায় এজাহারনামীয় অপরাপর আসামিসহ অজ্ঞাতনামা আসামিগণ বেআইনি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বারহাট্টা উপজেলাধীন মাইল্যাব ডায়াগনেস্টিক সেন্টারে প্রবেশ করে আনুমানিক ২ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুটপাট ও ডায়াগনস্টিক সেন্টার ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন ও আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করেন। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. আশিক মিয়া (৩০) বাদি হয়ে গত ১৯ আগস্ট বারহাট্টা থানায় মামলা দায়ের করলে আসামিগণ আত্নগোপনে চলে যান। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আইনী প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার বারহাট্টা থানায় হস্তান্তর করা হবে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ১৯ আগস্ট বারহাট্টা থানায় দুটি মামলা হয়েছে। লুটপাট ও ডায়াগনস্টিক সেন্টার ভাংচুর মামলার বাদী আশিক মিয়া এবং গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ মামলার বাদী আমিনুল ইসলাম ৩৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছিল। এ মামলার ২নং আসামি বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল কবির খোকনকে ঢাকায় আটক করেছে (র‍্যাব)। তাকে রাতেই বারহাট্টা থানায় হস্তান্তর করবে। এর পর আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন