Voice Chattogram

Voice Chattogram

বাংলাদেশে ভ্রমনে যুক্তরাষ্ট্রের সতর্কতা শিথিল, পার্বত্য অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন

বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করা হয়েছে। তবে সাম্প্রদায়িক সহিংসতা, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকিতে চট্টগ্রাম পার্বত্য এলাকায় খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবন জেলায় ভ্রমণ এড়িয়ে চলুন। যদিও সহিংস সংঘর্ষ বেশিরভাগই বন্ধ হয়েছে, তবে অবস্থার দ্রুত অবনতি হতে পারে।

বৃহস্প তিবার (১২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স এই তথ্য জানিয়েছে।
কনস্যুলার অ্যাফেয়ার্স জানায়, যুক্তরাষ্ট্রের নাগ রিক দের ভ্রমণের ক্ষে ত্রে চতুর্থ তা লিকা থে কে তৃতীয় স্তরে নামিয়ে আনা হয়েছে। চতুর্থ স্তর হ চ্ছে- ভ্রমণ করা থে কে বিরত থাকা। আর তৃতীয় স্তর হচ্ছে- নাগরিক অস্থিরতা এবং অপরাধ বিবেচনা ক রে ভ্রমণ করা যেতে পারে।

এর আগে ৪ সেপ্টেম্বর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ ২১টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানায়। সে অনুযায়ী মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন