Voice Chattogram

Voice Chattogram

আত্রাই উপজেলা তিলাবদুরী গ্রামের মেয়ে মেরিনা একসঙ্গে পাঁচটি পুত্র সন্তান জন্ম দিলেন

আত্রাই উপজেলা তিলাবদুরী গ্রামের মেয়ে মেরিনা একসঙ্গে পাঁচটি পুত্র সন্তান জন্ম দিলেন।
নওগাঁর আত্রাই উপজেলার তিলাবদুরী গ্রামের মেয়ে মেরিনা  (৩৫) একসঙ্গে পাঁচটি পুত্র সন্তান জন্ম দিলেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সিজারিয়ান অপারেশন করে একে একে ৫টি ছেলে সন্তান বের করে আনা হয় মেরিনার পেট থেকে।মেরিনা পরপর দুটি কন্যা সন্তান জন্মদানের ১১ বছর পর একসাথে পাঁচজন পুত্র সন্তানের জন্ম দেওয়ায় মা মেরিনা খাতুন সহ পুরো পরিবারে বইছে এক আনন্দের বন্যা। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে একসঙ্গে জন্ম দেওয়া পাঁচ সন্তান ও প্রসূতি মা সুস্থ রয়েছেন।
বর্তমানে মেরিনা খাতুন রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার স্বামী আব্দুল মজিদ মালয়েশিয়া প্রবাসী তাহাকে মোবাইল ফোনে পাঁচ সন্তানের বাবা হওয়ার খবর জানানো হয়েছে।
মেরিনা খাতুনের মামা নয়ন বাবু জানান, তারা আগে থেকেই ৩টি বাচ্চা হবে জানতেন। এ জন্য হাসপাতালে পাঁচজন নারীকে রাখা হয়েছিল। গত মঙ্গলবার তার প্রসব বেদনা ওঠে। পরে নওগাঁ থেকে প্রসূতিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা।
এখানকার চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর রামেক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর রাতেই তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।বেলা ১১টায় অস্ত্রোপচারের পর একে একে পাঁচটি সন্তান হওয়ায় অবাক সবাই।
তিনি আরও জানান, খবর পাওয়ার পরে বাড়ি থেকে আত্মীয়স্বজন মিলে অন্তত ১৫ জন মেয়ে এসেছেন। তারা বাচ্চাদের নিয়ে ছোটাছুটি করছেন। পাঁচজন নারীর হাতে ৫টি স্যালাইনের পাইপ ধরিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি বাচ্চার শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
রামেক হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান রোকেয়া খাতুন বলেন রুগি ‘ভর্তির পর অস্ত্রোপচার করে বাচ্চাগুলোর জন্ম হয়। এদের মধ্যে একটির ওজন এক কেজি, দুইটির এক কেজি ৩০০ গ্রাম করে ও দুইটির এক কেজি ২০০ গ্রাম করে। বর্তমানে মা ও নবজাতকেরা সুস্থ আছে।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ কালবেলাকে জানান, নবজাতকগুলো এখন পর্যন্ত সুস্থ রয়েছে। তাদের সহ মা মেরিনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন