Voice Chattogram

Voice Chattogram

বাড়ি ভাড়া দিতে গিয়েই চিত্রনায়ক হওয়ার সুযোগ পেয়েছেন আলমগীর

বাড়ি ভাড়া দিতে গিয়েই চিত্রনায়ক হওয়ার সুযোগ হয়েছিলো আলমগীর।
ঢাকার তেজগাঁওয়ের স্টেশনরোডের এই বাড়িতেই আবিষ্কার করা হয়েছিল নায়ক আলমগীর সাহেবের ।নায়ক আলমগীর সাহেবের মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর তার ফেসবুক পেজে এই বাড়িটির ছবি দিয়ে লিখেছেন কিভাবে তাঁর বাবা আলমগীর সাহেবকে পরিচালক আলমগীর কুমকুম একদিন আবিষ্কার করেছিলেন।

পরিচালক আলমগীর কুমকুম সাহেব থাকার জন্য বাড়ি ভাড়া নিতে এসেছিলেন নায়ক আলমগীর সাহেবদের স্টেশন রোডের এই বাড়িতে সেখানে দেখতে পায় সুদর্শন এক যুবককে তাকে দেখেই তাঁর সিনেমাতে অভিনয়ের প্রস্তাব দেন কারণ তখন তিনি মুক্তি/যু/দ্ধের সিনেমা আমার জন্মভূমি’ নির্মাণ করবেন। এভাবেই অভিনয়ে যুক্ত হয়েছিলেন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা আলমগীর সাহেবের আমার জন্মভূমি’ রিলিজ হয় ১৯৭৩ সালে। আমার জন্মভূমি’ সিনেমায় আরও অভিনয় করেছিলেন নায়করাজ রাজ্জাক সাহেব , কবরী ম্যাডাম, সাইফুদ্দীন সাহেব , রাজু আহমেদ সাহেব , মিনু রহমান সাহেব ও সুমিতা দেবী ম্যাডাম । দেখতে দেখতে কিংবদন্তী চিত্রনায়ক আলমগীর সাহেব তাঁর অভিনয় জীবনের ৫৩ বছর পার করেছেন। ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, যেটি বাংলা সিনেমায় একটি ইতিহাস।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন