
লংগদু জোনের উদ্যোগে তিন শতাধিক বন্যার্ত মানুষের মাঝে খাবার বিতরণ।
রাঙ্গামাটির জেলার লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্থ আশ্রয় কেন্দ্রের ৮০টি পরিবারের তিন শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে লংগদু জোন।

১০ আগস্ট(রবিবার) দুপুরে লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি; পিএসসি’র উপস্থিতিতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মাইনীমুখ মডেল হাইস্কুল ও লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে আশ্রয় নেওয়া ৮০ পরিবারের তিন শতাধিক সদস্যর মাঝে এসব রান্না করা খাবার (ভাত, মাছ, ডাল সহ প্রয়োজনীয় খাবার) বিতরণ করা হয় ।
রান্নাকরা এসব খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন, অত্র জোনের মেজর রিফাত উদ্দীন আহমদ লিওন, লেফটেন্যান্ট ছিদ্দিকুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ।
বন্যার্ত পরিবারগুলো তৈরীকৃত এসব খাবার হাতে পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতিবছর
বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হলে সেনাবাহিনীর মাধ্যমে আমরা বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়ে থাকি। তবে এধরণের জনদুর্ভোগ থেকে বাঁচতে প্রতিবছরে যথা সময়ে কাপ্তাই হ্রদের পানি কমিয়ে রাখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ এসপিপি; পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতীর কল্যাণে কাজ করছেন। সেনবাহিনীর এধরণের মানবিক কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে।