Voice Chattogram

Voice Chattogram

কালিয়াকৈরে প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার

কালিয়াকৈরে প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় একটি বাসা থেকে এক প্রকৌশলী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত হলেন ওই প্রকৌশলী হলেন গাজীপুর মহানগরের কাশিমপুর থানার এনায়েতপুর এলাকার হাবিবুরের ছেলে শাহজাহান মিয়া (৪৭)।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাহান হোসেন স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘদিন আগে কাশিমপুর থেকে কালিয়াকৈর পৌরসভার ১নং ওয়ার্ডের ছোট লতিফপুর এলাকায় আসেন। পরে মশিউরের বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তিনি উপজেলার স্থানীয় একটি কারখানায় (প্রকৌশলী) ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন।
জানা গেছে, স্ত্রী সেলভিয়া পরকীয়ায় আসক্ত ছিল। স্ত্রীর পরকীয়ার বিষয়ে জানতে পারে তার স্বামী। এ বিষয়ে রোববার রাতেও দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দুজনেই ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে স্ত্রী ঘুম থেকে জেগে দেখে তার স্বামী বিছানায় নেই। পরে তিনি পাশের কক্ষে গিয়ে দেখেন তার স্বামী সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছেন। এরপর কান্নাকাটি শুরু করেন সেলভিয়া। তার কান্নাকাটিতে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানা উপ‍ -পরিদর্শক এসআই মোঃ জামিল হাসান জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে পরে ময়নাতদন্তের জন্য লাশ টি গাজীপুর শহীদ তাইজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত রিপোর্টের পর প্রকৃত কারণ জানা যাবে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন