
সদ্য ভূমিষ্ট সন্তাকে দিতে দত্তকের খোঁজে রাণীশংকৈলে এক ভূমিহীন পরিবার।
সদ্য পৃথিবীর বুকে আসা এক নিঃপাপ সন্তাকে অভাবের তাড়নায় অন্য কে দিতে (দত্তকের খোঁজে) হণ্যে হয়ে ঘুরছেন এক ভূমিহীন পরিবার। চাঞ্চ্যলের এ ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাচোর গ্রামে।
১আগষ্ট শুক্রবার ক্রিয়েশন অফ হিমালয় নামে এক ফেসবুক পেইজে দত্তক বিজ্ঞপ্তিটি ভাইরাল হয়। ফেসবুকে প্রোফাইলে তিনি বলেন বাচোর ইউনিয়নের এক সনাতনী গরীব পিতার নবজাতক কন্যা সন্তানকে সুষ্ট ভবিষ্যৎ ভালোবাসা ও নিরাপদ পরিবেশের লক্ষ্যে আইনগতভাবে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। ভাইরাল হওয়া পোষ্টের সূত্র ধরে যাওয়া হয় বাচোর গ্রামে ভূমিহীন শুক্রু বম্র্মনের বাড়িতে, সেখানে দেখা হয় নবজাতকের মা বাক্ প্রতিবন্ধি শেফালী রাণীর সাথে। একেইত ভূমিহীন তারপরেও ৩কন্যাসন্তান এদের নিয়ে সংসারের ব্যায়ভার চালানো অসম্ভব। এজন্য শুক্রু বম্র্মন কান্না জনিত কন্ঠে বলেন, দাদা এ অভাবের সংসারে সিদ্ধান্ত নিয়েছি সদ্য ভূমিষ্ট হওয়া ৭দিনের কন্যাসন্তানকে দত্তক দেওয়ার। তাছাড়া যদি কোন বৃত্তবান বা সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে এ নবজাতককে রেখেই দিবেন বলে জানান।
এপ্রসঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম মুঠোফোনে এপ্রতিনিধি কে বলেন, কোন শিশুকে যদি লালন পালন করতে সমস্যা হয় তবে সরকারি শিশু পরিবার আছে এবং ছোট মনি নির্বাস আছে সেখানে সব কিছুই সরকারি খরচে লালন পালন করা হবে।
