Voice Chattogram

Voice Chattogram

কালিয়াকৈরে ব্যবসায়ী দম্পতির ওপর সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

কালিয়াকৈরে ব্যবসায়ী দম্পতির ওপর সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন।
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় এক ব্যবসায়ী দম্পতির ওপর সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় প্রতিবেশীর বিরুদ্ধে। আহত ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একইসাথে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

লিখিত অভিযোগে জানা যায়, কালিয়াকৈর উপজেলার সৈয়দপুর স্কুল পাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন (৬৫) ও তার স্ত্রী জোসনা বেগম (৩৫) স্থানীয় মোঃ সোহেল (৪০) নামের এক ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে মাটি ও জমির ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়িক লভ্যাংশ ও মূলধনের অংশ হিসেবে গিয়াস উদ্দিন সোহেলের কাছে প্রায় ৪০ লাখ টাকা পাওনা রয়েছেন বলে দাবি করেছেন তিনি।

গত ১৪ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে পাওনা টাকা চাওয়ায় বিবাদী সোহেল ক্ষিপ্ত হয়ে প্রথমে গালিগালাজ এবং পরে কাঠের বাটাম দিয়ে গিয়াস উদ্দিনের বাম কুনুইয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরে বাম চোখের ওপরও আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে নীলাফুলা জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সোহেল প্রাণনাশ ও পুকুরে বিষ দিয়ে মাছ মারার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনার পর, অভিযুক্ত সোহেল ওই দিনই ভুক্তভোগীর বাসায় অনধিকার প্রবেশ করে জোসনা বেগমকে গালিগালাজ ও শ্লীলতাহানি করে বলে অভিযোগপত্রে বলা হয়। তার পরনের কাপড় ছিঁড়ে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এমনকি তার গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ১ লাখ টাকা) ছিনিয়ে নেন বলেও অভিযোগ করা হয়।

ঘটনার পর স্থানীয়রা আহত গিয়াস উদ্দিনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং জোসনা বেগম প্রাথমিক চিকিৎসা নেন।

এ ঘটনার প্রতিবাদে ১৬ জুলাই বুধবার কালিয়াকৈর বাজার এলাকায় “সচেতন নাগরিক সমাজ”-এর ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অবিলম্বে অভিযুক্ত সোহেলের গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “এমন বর্বর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও মানুষ ভুক্তভোগী হবে।”

অভিযোগের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter