Voice Chattogram

Voice Chattogram

কালিয়াকৈরে ইউনিয়ন আ.লীগ সভাপতি আমিনুল ইসলাম গ্রেপ্তার

কালিয়াকৈরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম গ্রেপ্তার।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

২ জুলাই বুধবার দুপুরে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি ঠেঙ্গারবান এলাকা থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমিনুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

কালিয়াকৈর থানার অপারেশন অফিসার (ওসি) জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আমিনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter