Voice Chattogram

Voice Chattogram

ফ্যাসিস্টদের মতই জনবিরোধী বাজেট : মোমিন মেহেদী

ফ্যাসিস্টদের মতই জনবিরোধী বাজেট : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ফ্যাসিস্টদের মতই জনবিরোধী বাজেট করা হলো। একই কায়দায় অতিতের ফ্যাসিস্টরা বাজেট পাশ করতো। তাহলে আর জুলাই আন্দোলনে কি ফল পেলো সাধারণ মানুষেরা? ২৪ জুন তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ‘বাজেট কি জনগণের উপকারে আসবে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, মনে রাখতে হবে- বাংলাদেশের মানুষের রক্ত চুষে-দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয়য় দিয়ে তাদের কথা না ভেবে ক্ষমতাকে কুক্ষিগত করা যায়, কিন্তু টিকে থাকা যায় না। তারা রাজনীতিকে কলুষিত করে, চাঁদাবাজী-দখলবাজী- অর্থ পাচার-সন্ত্রাসীদেরকে পৃষ্টপোষকতা দিলেও একসময় পালাতে বাধ্য হয়। কারণ দেশের মানুষ সবসময় সততার রাজনীতি-সমৃদ্ধ অর্থনীতি-সুশিক্ষা-সভ্যতার প্রতিষ্ঠা চায়।

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান. সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য আফতাব মন্ডল, বাংলাদেশ প্রেস ইউনিটির সদস্য বিমল সাহা, হরিদাস সরকার প্রমুখ।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন

সর্বশেষ