
লংগদু সরকারি মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
রাঙ্গামাটির লংগদু উপজেলার ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান লংগদু সরকারি মডেল কলেজের এইচএসসি পরীক্ষা – ২০২৫ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন (সোমবার) সকাল ১১টায় লংগদু সরকারি মডেল কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লংগদু সরকারি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজগর আলীর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মিনহাজ মুরশিদ।

এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র কলেজে সহকারী অধ্যাপক মোঃ উসমান গণি, প্রভাষক মোঃ মহসিন, প্রভাষক মোঃ মুছা তালুকদার, প্রভাষক মোঃ হারুনর রশীদ, প্রভাষক অমিত কুমার দাশ সহ প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অত্র কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন পরীক্ষার্থী মোঃ রমজান আলী, উসমান উলফাত নাজিয়া ও মোঃ নুর আলম।

পরিশেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নতি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক মোঃ ঈসা আল কাদেরী।