Voice Chattogram

Voice Chattogram

পাহাড়ের আর্ত মানবতার সেবায় ৩৭ বিজিবি

পাহাড়ের আর্ত মানবতার সেবায় ৩৭ বিজিবি।

পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধ ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি পাহাড়ের চিকিৎসা বঞ্চিত জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদান করেছে ৩৭ বিজিবি রাজনগর জোন।

২৯ এপ্রিল (মঙ্গলবার) সকালে রাঙ্গামাটির পার্বত্য জেলার বরকল উপজেলার দুর্গম সীমান্তবর্তী দেবাছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ রাজনগর জোনের মেডিকেল অফিসার কর্তৃক পরিচালিত উক্ত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দুই শতাধিক উপজাতি ও অ-উপজাতি জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা সহ নানামূখী জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে।

রাজনগর জোন অধিনায়ক জানান, দুর্গম পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর আস্থা ও ভরসার প্রতীক হিসেবে সর্বদা তাদের পাশে থেকে বিজিবি বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করতে বিজিবি কর্মকাণ্ড কাজ করে যাচ্ছে। এধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময়ে ৩৭ বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিrসা সেবা ও ঔষধ পেয়ে সেবাগ্রহীতারা বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন