Voice Chattogram

Voice Chattogram

মানিকগঞ্জের ঘিওরে ট্রাক চাপায় নিহত ১ গুরুতর আহত ৪

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ (২৫) বানিয়াজুরী গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে। পেশায় তিনি অটোচালক।

এ ঘটনায় আহতরা হলেন, মোটরসাইকেল চালক ও স্কুল শিক্ষক মাসুদ রানা, স্থানীয় দোকানের কর্মচারী সন্দেশ ঘোষ, ডিমভর্তি ভ্যানের চালক শাহীন, পথচারী রত্না আক্তার ও ফারুক খান।

জানা যায়, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে আরিচাগামী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডিম ভর্তি একটি ভ্যানকে গাড়িকে সজোরে ধাক্কা দেয়। একইসঙ্গে ট্রাকটি একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দিলে সেগুলো দুমড়ে মুচরে যায়। এতে বাহনগুলোর চালক-যাত্রী ও রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারী গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সোহাগকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার অফিসার ইনচার্জ জনাব রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় নিহত সোহাগের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন

সর্বশেষ