Voice Chattogram

Voice Chattogram

বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের গণিত শিক্ষক মোতাহার হোসেন টুটুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন। এতে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, শিক্ষক মোতাহার হোসেন টুটুল ক্লাস চলাকালে শিক্ষার্থীদের স্পর্শ কাতর জায়গায় হাত দেওয়া ও শিক্ষার্থীদের কু-প্রস্তাব দেওয়াসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে তার পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দ্রুত শিক্ষকের অপসারণ করা না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক, পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে অপসারণ করার আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস জানান, ইতোমধ্যেই তার পদত্যাগের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। অতি তাড়াতাড়ি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন