Voice Chattogram

Voice Chattogram

উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হ’ত্যা চেষ্টার অভিযোগ

উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হ’ত্যা চেষ্টার অভিযোগ।

উখিয়া উপজেলার মরিচ্যা বাজার বড়ুয়া পাড়ার হারাধন বড়ুয়াসহ তার পরিবারের ৫ সদস্যকে হত্যার উদ্দেশ্য রাতের আঁধারে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিবেশি প্রভাবশালী সন্ত্রাসীরা।
জানা যায়, হারাধন বড়ুয়ার সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছিল স্হানীয় সনজিত বড়ুয়া পরিবারের সাথে।
তা নিয়ে কিছুদিন আগে হারাধন বড়ুয়া উভয় পরিবার বসে জায়গা পরিমাপের দাবি জানালে ক্ষিপ্ত হয়ে উঠে সনজিৎ বড়ুয়া।
তখন থেকেই শুরু হয় প্রতিনিয়ত হুমকিধামকি, এমনকি সনজিতের ভয়ে দিনদুপুরে ঘরের দরজা আটকে বসবাস করতেন হারাধন পরিবার।
শনিবার রাতে হারাধন বড়ুয়াকে বাড়ির সামনে একা পেয়ে হামলে পড়ে পুর্বে থেকে উৎপেতে থাকা সনজিত বাহিনী।
হারাধনের শোর চিৎকারে ভাই সোনাধন বড়ুয়া ও স্ত্রী বীণা বড়ুয়া, নিপু বড়ুয়া তাদের স্কুল পড়ুয়া মেয়ে প্রমি বড়ুয়া এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

এমতাবস্থায় ঘটনাস্থলে তাদেরকে উদ্ধারে এগিয়ে আসেন প্রতিবেশী নলবনিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ বড়ুয়া ও পটল বড়ুয়া তাদেরকেও হামলার উদ্দেশ্য দেশিয় অস্ত্র নিয়ে ধাওয়া দেয় সন্ত্রাসী সনজিত বাহিনী।
আহতদের সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে, আশংকাজনক হওয়ায় সোনাধন বড়ুয়াকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
পরিকল্পিত এ হামলায় অংশ নেন, সন্ত্রাসী সনজিত বড়ুয়া, বনজিৎ বড়ুয়া, সনজিৎ বড়ুয়ার ছেলে ঈগল বড়ুয়া ওরপে সুর্য বড়ুয়া, ইকেশ বড়ুয়া, মুন্না বড়ুয়া,সনজিৎ বড়ুয়ার স্ত্রী পুতুবালা বড়ুয়াসহ অজ্ঞাত আরও ৪-৫ জন মুখোশধারী সন্ত্রাসী।

স্হানীয়দের অভিযোগ মাদক কারবারি সন্ত্রাসী সনজিত বিগত সরকারের সময়ে দলীয় নেতাদের সহযোগিতায় এলাকায় রামরাজত্ব কায়েম করে রেখে ছিল, তার কথাই আইন বড়ুয়া পাড়ায়, তার ভয়ে কথা বলতো না কেউ, মতের বাইরে গেলে কথায় কথায় মারধর, হামলা ভাঙচুর চালাতেন সনজিত বাহিনী।
এদিকে হামলার একদিন পর গতকাল রবিবার সন্ত্রাসী সনজিতের আপন ছোটভাই টকল বড়ুয়া প্রতিবেশী হারাধন পরিবারের সাথে এমন অমানবিক ঘটনার প্রতিবাদ করলে, মরিচ্যা বাজারে শতশত লোকের সামনে প্রকাশ্যদিবালোকে সন্ত্রাসী বনজিত কিরিচ দিয়ে আপন ছোটভাই টকল বড়ুয়াকে হামলার উদ্দেশ্যে ধাওয়া করে।
যা বাজারের সিসিটিভি ফুটেজে পাওয়া যাবে দাবি স্হানীয়দের।

বাজারের ব্যবসায়ী ও শান্তিপ্রিয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনসহ এলাকাবাসীরা জানান,
এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্তে এই বর্বরোচিত জগন্য হামলায় জড়িত সন্ত্রাসী সনজিত বাহিনীর সকল সদস্যদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন