
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে অজ্ঞাত এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে রাজস্থলী থানার পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারী) সন্ধ্যা সাত দিকে উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হেডম্যান পাড়ার আবদুল আওয়াল ভূঁইয়া মাষ্টারের বাড়ির পুকুর ধার থেকে এই নবজাতক কন্যাশিশুটির লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে আওয়াল মাষ্টারের বাড়ীর ছেলে ওই পুকুরের পানি আনতে গেলে এক পর্যায়ে পুকুর ধারে উদ্ধার হওয়া নবজাতকের লাশটি দেখতে পায়। খবর পেয়ে রাজস্থলী থানার পুলিশ এসে নবজাতক কন্যাশিশুর লাশটি উদ্ধার করে।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, উদ্ধারকৃত নবজাতকের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য আগামীকাল শনিবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
এই ব্যাপারে রাজস্থলী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
