Voice Chattogram

Voice Chattogram

বিএনপি দলীয় পরিচয়ে বাজার কমিটি দখলের প্রতিবাদে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা বাজার সমিতির পাল্টা কমিটি গোষনা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামানের বিরুদ্ধে।

এঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ভান্নারা বাজার এলাকায় সংবাদ সম্মেলন করেছে বাজারের ব্যাবসায়ীরা। পাল্টা কমিটি ঘোষনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সংবাদ সম্মেলন সুত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ভান্নারা বাজার সমিতির কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ১৮ জানুয়ারী বাজার কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে আব্দুল লতিফ ভেন্ডারকে সভাপতি ও হাজী মোঃ আলমাস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ভান্নারা বাজার সমিতির কমিটি ঘোষনা করেন আহবায়ক কমিটি। এর দুইদিন পর ২০ জানুয়ারী মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জান দলীয় প্রভাব খাটিয়ে মজিবর রহমানকে সভাপতি ও রাকিব মোল্লাকে সাধারন সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট পাল্টা কমিটি গঠন করে ঘোষনা দেয় এবং সমিতির অফিসের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ উত্তেজনা দেখা দেয়। দলীয় প্রভাব খাটিয়ে পাল্টা পাল্টি বাজার কমিটি ঘোষনা দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ভান্নারা বাজার এলাকায় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায় ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতির দলীয় প্রভাব খাটিয়ে পাল্টা কমিটি ঘোঘণার তীব্র নিন্দা জানিয়ে তার বিচার দাবি করেন বিএনপির কেন্দ্রীয় নের্তৃবৃন্ধের কাছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভান্নারা বাজার কমিটির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হারুন অর রশিদ, বাজার ভান্নারা বাজার কমিটির নব গঠিত সভাপতি এস এম লতিফ ভেন্ডার, সাধারন সম্পাদক হাজী মোঃ আলমাস উদ্দিন,আফজাল মোল্লা, আব্দুর রহিম, হুমায়ুন কবির, আনোয়ার উদ্দিন প্রমুখ। ভান্নারা বাজার কমিটির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হারুন অর রশিদ বলেন, ভান্নারা বাজার কমিটির মেয়াদ উত্তির্ন হওয়া আমাকে ভারপ্রাপ্ত আহবায়খ করে ৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় সমিতির নতুন কমিটি গঠন করার জন্য। পরে বাজার সমিতির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে গত ১৮ জানুয়ারী ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কিন্ত দলীয় প্রভাব খাটিয়ে মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জান গত ২০ জানুয়ারী ব্যবসায়ীদের মতামত উপেক্ষা করে পাল্টা আরেকটি কমিটি গঠন করে অফিসের তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে দেয়। এব্যাপারে অভিযুক্ত মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান বলেন, বিএনপির দলীয় প্রভাব খাটিয়ে বাজার সমিতির কোন কমিটি গঠন করা হয়নি। আগে যে কমিটি করা হয়েছিল তা দোকানদারদের নিয়ে করা হয়নি। পরে আমি বাজারের সকল দোকানদারদের নিয়ে তাদের মতামতের ভিত্তিতে একটি কমিটি গঠন করে দিয়েছি।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন