Voice Chattogram

Voice Chattogram

শুধু লেখাপড়া নয়, নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ইউএনও, লংগদু

শুধু লেখাপড়া নয়, নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে — ইউএনও, লংগদু।
১৫ জানুয়ারি (বুধবার) সকালে রাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লংগদু উপজেলা নির্বাহী অফিসার এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন , শিক্ষা, খেলাধূলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক। শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ জরুরি। পড়াশুনার পাশাপাশি বিভিস্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা ও মানবিক গুণাবলি অর্জনের করতে হবে ।

তিনি আরও বলেন, শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই।
ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিযে নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বিমল কান্তি চাকমার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতণ বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন ও আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা।

পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উর্ত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেন।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter