Voice Chattogram

Voice Chattogram

লংগদুতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে লংগদু উপজেলা সাধারণ সম্পাদক ইন্জিনিয়া খন্দকার মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ মন্জুরুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সাংসদ জনাব মোঃ ইসহাক। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন শ্রমিক ফেডারেশনের রাঙ্গামাটি জেলা উপদেষ্টা এবিএম তোফায়েল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের রাঙ্গামাটি জেলা সভাপতি জনাব আব্দুস সালাম, লংগদু উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ নাছির উদ্দীন ও শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার জামে মসজিদের সম্মানিত খতীব মাওলানা আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের মোঃ শাহেদ আলম ইমনসহ প্রমূখ্য নেতৃবৃন্দ।

বাক্তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার শ্রমিকদের অধিকার হরণ প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করেছে, যার ফলে জুলাই বিপ্লবের মাধ্যমে ভারতে পালিয়ে যেতে হয়েছে। জুলুমকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। বাংলাদেশের মানুষের অধিকাংশই শ্রমজীবি, তাই এই শ্রমজীবি মানুষগুলোর শ্রমের মর্যাদা আদায়ে বাংলাদেশ ম্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ ম্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠার পর থেকে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করছে। আজ বাংলাদেশের সাধারণ মানুষ এখন স্বপ্ন দেখছে ইসলামী দলগুলোকে নিয়ে । তারা চায় দেশের আগামী দিনের নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যারা শ্রমিকদে অধিকার নিয়ে কথা বলবে, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবে। আর তাই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে, দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হলে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রত্যেক নেতা কর্মীকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের মাধ্যমে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে আহবান জানান বক্তারা।

সম্মেলনে আগামী (২০২৫-২০২৬) দুই বছরের জন্য মোঃ মঞ্জুরুল হককে সভাপতি, খন্দকার মোঃ মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক ও মোঃ হায়দার আলীকে সাংগঠনিক সম্পাদক করে একটি ৩০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন