Voice Chattogram

Voice Chattogram

সৎ-দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া দূর্নীতিমুক্ত-বৈষম্যহীন দেশ গঠণ সম্ভব নয়

মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভ করা’ ভিশনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলার বিশেষ সদস্য (রুকন) সম্মেলন’২০২৪ আজ ৯ নভেম্বর শনিবার বনরূপাস্থ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা আমীর আবদুল আলীমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক জনাব মুহাম্মদ শাহজাহান।
সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জেলা জামায়াতের আমীর হিসেবে মুহাম্মদ আবদুল আলীমকে পুননির্বাচিত করে শপথ বাক্য পাঠ করান জনাব মু.শাহজাহান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম টীম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান। এছাড়াও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল আলম সিদ্দিকী, শু’রা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে রাঙ্গামাটি জেলার বিভিন্ন থানার রুকনগণ তাদের পক্ষে প্রত্যক্ষ গোপন ব্যালটে জেলা শু’রা সদস্য নির্বাচন করেন।

প্রধান অতিথি জনাব শাহজাহান বলেন, জুলাই বিপ্লবের পর দেশের আপামর জনসাধারণ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই দেশকে বৈষম্যহীন ভাবে পরিচালনা করতে হলে জামায়াতের দায়িত্বশীলদের যোগ্যতা সম্পন্ন হতে হবে। ইতিমধ্যে জামায়াত নিজেদের যোগ্যতার প্রমাণ করেছে। একটি সুশৃঙ্খল দল হিসেবে জামায়াত দেশের ক্রান্তিলগ্নে অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় যুগোপযোগী ভূমিকা পালন করেছে। সামাজিক সমস্যা সমাধান, মানবিক সহায়তা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ সংস্কারে বিশেষ ভূমিকা পালন করছে। জামায়াতের প্রত্যেক দায়িত্বশীলকে জনগণের সাথে একাত্মতা পোষণের মাধ্যমে দেশে যাতে আর ফ্যাসিবাদী কোনো অপশক্তির আবির্ভাব না হতে পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন