
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত চলাকালে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালতের উপর হামলা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটকে লাঞ্চিত করেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষুব্ধ ব্যবসায়ীরা পালিয়ে যায়।
জানা যায়, উপজেলার সফিপুর বাজার এলাকায় মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমান কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে আসে। এসময় তার সঙ্গে কয়েকজন পুলিশ ও ১০/১২ জন ছাত্র ছিল। বাজারের আরিফ ও রাজু মিয়ার দোকানে মালামাল ক্রয় বিক্রয়ের ভাউচার না থাকায় দশ হাজার টাকা জরিমানা ও আদায় ভ্রাম্যমান আদালত।
এসময় কয়েক জন ছাত্র সংঘের কথা কাটাকাটি হয়।
কথাকাটাকাটিতে একসময় ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালতের উপর হামলা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটকে লাঞ্চিত করে।খবর পেয়ে কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ ঘটনা স্থলে যায়া আগের ব্যবসায়ীরা পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই জড়িতরা পালিয়ে যায়। তবে সরকারীকাজে যারা বাধা প্রদান করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামাদ বলেন, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহি কতায় মঙ্গলবার উপজেলার সফিপুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বাজারের ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালতের কাজে বাধা দেয়। সরকারী কাজে বাধা দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘটনায় জড়িত ব্যবসায়ীরা পালিয়ে যায়। বিষয়টা আমরা খতিয়ে দেখে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
