Voice Chattogram

Voice Chattogram

রাঙামাটিতে মগপার্টির হামলার ঘটনায় স্থানীয়দের বিক্ষোভ, প্রায় ২দিন পর সমঝোতায় প্রশাসন

রাঙামাটির রাজস্থলীতে মারমা মগপার্টির অস্ত্রধারী সন্ত্রাসীদের মারধরে গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নীরিহ যুবক কালাম। বুধবার সকালে সাপ্তাহিক হাটে গেলে কালামসহ মঈনুল নামের আরো এক মাহিন্দ্রা চালককে আটকিয়ে ব্যাপক মারধর করতে থাকে মগপার্টির ১০/১২ জন সন্ত্রাসী।

এসময় তাদের মারধর থেকে প্রাণ রক্ষায় মঈনুল রাজস্থলী থানার ভেতরে ঢুকে গেলে সন্ত্রাসীরা থানা কম্পাউন্ডের ভেতরে গিয়েও মঈনুলকে মারধর করেছে বলে ভূক্তভোগী অভিযোগ করেছে। স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী জানিয়েছে, গত একমাসে অন্তত চার দফায় প্রায় ১২ জন বাঙ্গালীকে মারধর করেছে মগপার্টির সন্ত্রাসীরা।

এনিয়ে রহস্যজনকভাবে সংশ্লিষ্ট্য প্রশাসন নীরব ভূমিকা পালন করার অভিযোগ এনে বিক্ষুব্ধ এলাকাবাসী রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে বুধবার সারাদিন অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ বৃহস্পতিবারও সারাদিন আন্দোলন চালিয়ে যাবার কথাও জানালেও  প্রায় ২দিন পরে আজ দুপুরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ আগামীতে এমন ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে স্থানীয়দের  আশ্বাস দেন। মারধরের ঘটনায় আহতদের উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক ১০হাজার টাকা সহ আহতদের চিকিৎসা ব্যবস্থা করবে প্রশাসন এমন আশ্বাস দেন ভুক্তভোগীদের।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন