
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৯ টার সময় চট্টগ্রাম নগরীর হালিশহর থানার নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় অনুমোদনহীন শাহজালাল রাবার অ্যান্ড সোল নামের এক টায়ারের কারখানায় ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।
আগুনে কারখানাটিসহ আশপাশের বেশ কয়েকটি দোকান এবং একটি ভবনও ভস্মীভূত হয়েছে। চট্টগ্রাম আগ্রাবাদস্থ বিভাগীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তরা জানান, আগুনের সংবাদ পেয়ে আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি কিন্তু আগুন নির্বাপণের সময় হঠাৎ বিকট একটি শব্দ হয়। তখন কিছু বুঝে ওঠার আগেই আমাদের দুইজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হন। এরপর তারা দৌঁড়ে বাইরে বেরিয়ে আসেন। আহত দুই কর্মীকে কোলে করে নিয়ে আসেন অন্য কর্মীরা। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা মো. কফিল উদ্দিন বলেন, ‘আজ সকাল ৯টার পরে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা কাজ করে আনুমানিক ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।