
দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার লালমোহন বাজারের একমাত্র খালটি দখলবাজদের হাত থেকে মুক্ত করে খালের দুই পাশ দিয়ে বাইপাশ সড়ক নির্মাণ করে দিলে যেমন কমবে বাজারের যানজট তেমনই বাজার এলাকার ভৌগোলিক অবকাঠামো পাবে এক নতুন ও বৈচিত্র্যময় পরিবেশ।
পার্শ্ববর্তী চরফ্যাশন পৌরসভার খাল,এবং ভোলা সদরের খালটির দুই পাশে রাস্তা করে এস,এস রেলিং দিয়ে কত সুন্দর করে তুলেছে পরিবেশ। মানুষজন সকাল বিকাল হাটাহাটি,ব্যায়াম করে এবং ছোট খাটো রিকশা, সাইকেল,মটরসাইকেল সহ সাধারণ মানুষের হেঁটে চলার নিরাপদ সড়কে রুপান্তরিত করেছে।
ত্বদরুপ লালমোহন বাজারের এই খালটি লঞ্চ ঘাট থেকে লালমোহন মাছ বাজার পর্যন্ত (যেহেতু মাছ বাজারের ব্রীজ নিচু তার পরে আর যাওয়া সম্ভব নয়) যদি সেটার নিচে দিয়ে এবং হাসপাতালের ব্রীজের নিচে দিয়েও যাওয়া যায়

ভুক্তভোগী স্হানীয় বাসিন্দা জানান সরকারি শাহবাজপুর কলেজ পর্যন্ত খালের দুই পাশে দৃষ্টি নন্দন রাস্তা তৈরী করার উদ্ধ্যগ নেয়ার জন্য স্থানীয় সরকার ও প্রশাসনের নিকট এালাকা বাসীর এটা এখন জোরালো দাবীতে রুপান্তরিত হয়েছে।