Voice Chattogram

Voice Chattogram

দুর্দান্ত মেসির জোড়া গোলে পুরোনো প্রতিশোধ নিল মায়ামি

ঘটনাটা প্রায় দুই মাস আগের। এ বছরের আগস্টের মাঝামাঝি লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে খেলতে পারেননি। কলম্বাস ক্রুর বিপক্ষে হেরে লিগস কাপের ‘রাউন্ড অব সিক্সটিনে’ই হেরে বিদায় নিয়েছিল মেসিবিহীন মায়ামি।

লিগামেন্টের চোটে পড়ায় মেসি প্রায় দুই মাস আগে ইন্টার মায়ামির ম্যাচে ছিলেন না। কলম্বাসের লোয়ার ডট কম মাঠে ম্যাচটি ক্রুরা জিতেছিল ৩-২ গোলে। কাকতালীয়ভাবে একই মাঠে আজ মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামি-কলম্বাস ম্যাচের ফলও ৩-২। পার্থক্য এটাই যে এবার প্রতিশোধ নিয়েছে মায়ামি। জোড়া গোল করেছেন মেসি।

চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ম্যাচে সমানে সমানে লড়তে থাকে ইন্টার মায়ামি ও কলম্বাস ক্রু। আক্রমণ ও প্রতিআক্রমণে খেলা চলতে থাকে। একই সঙ্গে দুই গোলরক্ষকও হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। যেখানে ৪০ মিনিটে কলম্বাস ক্রুর লক্ষ্য বরাবর ডান পায়ে শট নেন লুইস সুয়ারেজ। দূরত্ব ৩৫ গজেরও বেশি। তবে ক্রু গোলরক্ষক প্যাট্রিক শুট সেই শট প্রতিরোধ করেন। ৪৪ মিনিটে ক্রুর মিডফিল্ডার দিয়েগো রসি এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার সেটা হতে দেননি।

গোল মিসের মহড়ায় ম্যাচে প্রথম গোল আসে মেসির পা থেকেই। ৪৫ মিনিটে ডি বক্সের মাঝ থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রথমার্ধ শেষ হতে না হতেই দ্বিতীয় গোল পেয়ে যায় মায়ামি। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড গোলটি করেন বাঁ পায়ের জাদুতেই।

২-০ গোলে পিছিয়ে থাকা কলম্বাস ক্রু দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান কমিয়েছে। ৪৬ মিনিটে বাঁ পায়ের শটে গোলটি করেন ক্রুর মিডফিল্ডার রসি। ক্রু ব্যবধান কমাতে না কমাতেই আবার গোল করে বসে মায়ামি। ৪৮ মিনিটে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন লুইস সুয়ারেজ। এবার ব্যবধান কমাতে ক্রু সময় নিয়েছে ১৩ মিনিট। মায়ামির ডিফেন্ডার নোয়া অ্যালেন ৬১ মিনিটে পেনাল্টি এলাকায় হ্যান্ডবল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ব্যবধান কমানো গোলটি করেন কলাম্বাসের ফরোয়ার্ড কুচো হার্নান্দেজ।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন