Voice Chattogram

Voice Chattogram

জামালপুরের দেওয়ানগঞ্জে তিন সন্তানের জননী সঙ্গে পরক্রিয়া করতে গিয়ে যুবক আটক অতপর

জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের বালুগ্ৰাম পশ্চিম পাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রীর সঙ্গে পরক্রিয়া করতে গিয়ে গভীর রাতে রেজুয়ান আহমেদ সোহাগ (২৮) নামে এক যুবকে আটক করেছে এলাকাবাসী।

যানাগেছ, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা চুকাইবাড়ি ইউনিয়নের বালুগ্ৰাম পশ্চিম পাড়া গ্রামের শাহাদাত হোসেন মাস্টারে ছেলে।
একই এলাকার বাসিন্দা শফিকুলের স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে সে হাতেনাতে আটক হয়। এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন এলাকার বাসিন্দারা

এলাকাসূত্রে জানাগেছে, দীর্ঘদিন ষাবত শফিকুলের স্ত্রীর সঙ্গে বাসায় অবৈধ যাতায়াত ছিল সোহাগের। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ১২- সেপ্রাটেম্বর গভির রাতে গৃহবধূর শশুরবাড়িতে তার কক্ষে প্রবেশ করে (সোহাগ)। বাড়ির আশপাশের লোকজন টের পেলে বৃহস্পতিবার মধ্যরাতে তাকে হাতেনাতে ধরে ফেলে । পরে মারধরের একপর্যায়ে সে তার অপকর্মের কথা স্বীকার করে সোহাগ। পরে এলাকার লোকজন তাদের বিবাহ পরিয়ে দেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন