Voice Chattogram

Voice Chattogram

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক শিরিনা খাতুনের মৃত্যু, কারখানায় শোকের ছায়া

 

গাজীপুরের কালিয়াকৈরে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিরিনা খাতুন (৩৫) নামে এক পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চন্দ্রা মহাসড়কে পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। শিরিনা খাতুন উপজেলার বিশ্বাস পাড়া এলাকায় স্টারলিং ডিজাইন লিমিটেড কারখানার একজন দীর্ঘদিনের শ্রমিক ছিলেন। কারখানার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শিরিনার পরিবারের পাশে থাকবে এবং সর্বোচ্চ সহযোগিতা করবে।
প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্রে জানা যায়, শিরিনা খাতুন প্রতিদিনের মতো সেদিনও সকালে কারখানায় কাজে যোগদান করেন। মধ্যাহ্ন বিরতিতে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার জন্য তিনি সহকর্মীদের সঙ্গে বাসায় ফেরেন। খাবার শেষে মহাসড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির পণ্যবাহী ট্রাক শিরিনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

তার সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শিরিনার মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে পুরো স্টারলিং ডিজাইন্স লিমিটেডে নেমে আসে শোকের ছায়া। কারখানার মূল ফটকের সামনে কালো ব্যানার টানিয়ে এক দিনের বিশেষ ছুটি ঘোষণা করা হয়। শোক প্রকাশ করে কারখানা কর্তৃপক্ষ জানায়, তারা শিরিনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকল শ্রমিকের জন্য দোয়া চেয়েছে। কারখানার অডিট অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, “শিরিনা ২০০৭ সাল থেকে আমাদের সঙ্গে কাজ করছিলেন। তার মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। তিনি আমাদের পরিবারের একজন সদস্য ছিলেন। তার পরিবারের অপূরণীয় ক্ষতির কথা ভেবে আমরা সবাই ব্যথিত। শিরিনা খাতুনের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায়। তার মৃত্যুর পর তার পরিবারে শোকের মাতম চলছে। সহকর্মীরা জানান, শিরিনা তাদের জন্য একজন মমতাময়ী বোনের মতো ছিলেন। “শ্রমিকরা একটি পরিবারের মতো, আর পরিবার থেকে একজন সদস্যকে হারানো অত্যন্ত কষ্টদায়ক,” বলেন কারখানার একজন কর্মকর্তা।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন